ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১৭:৫১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

শুধু কলা, মধু আর পানি! উপকার জানলে আজ থেকেই খাবেন 

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

অত্যন্ত সহজলভ্য তিনটি জিনিস কলা, মধু আর পানি। কিন্তু এক সাথে এর উপকার জানলে অবাক হয়ে যাবেন। ছয় ‍ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। প্রতি দুই মাস পর পর আবহাওয়া বদল হয়। আর এই আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের লেগেই থাকে জ্বর, সর্দি, ঠান্ডা লাগা ইত্যাদি রোগবালাই। আর এই সর্দি বুকে বসে গেলেই কেলেঙ্কারী। অনেক সময়ে চিকিৎসকের কাছে গিয়েও কোনও লাভ হয় না। কিন্তু জানেন কি, এই সমস্যার সমাধান করতে পারে মাত্র একটা কলা, মধু আর এক গ্লাস পানি। 
 
অনেকদিন ধরে ঠান্ডা লেগে গেলে ব্রঙ্কাইটিস পর্যন্ত হতে পারে। এই ছোট টোটকাতেই তা-ও সারতে পারে।

কীভাবে তৈরি করবেন এই ঘরোয়া টোটকা?

এর জন্য দরকার শুধু ফোটানো পানি, মধু এবং কলা। কলার গায়ে যদি কালো দাগ থাকে, তা হলে আরও ভাল। কলার খোসা ছাড়িয়ে, কাঠের বা প্লাস্টিকের কাঁটা চামচ বা ডালের কাঁটা দিয়ে পেস্ট করতে থাকুন। স্টিলের কাঁটা চামচ ব্যবহার করবেন না।  

এর পরে ফোটানো পানিতে ৩০ মিনিট কলার পেস্ট ভিজিয়ে রাখুন। তার পরে ঠান্ডা হলে তার মধ্যে মধু মেশান।

প্রতিদিন চারবার করে খান এই মিশ্রণ। সকালে অবশ্যই একবার খাবেন। এই মিশ্রণ নিয়মিত খেলে গলা ব্যথা, সর্দি খুব শীঘ্র পালিয়ে যাবে আপনার কাছ থেকে।